Theme images by caracterdesign. Powered by Blogger.

Me and my poems

জীবনের অংক - Bangla Kobita 2021

 এক-পা দু-পা করে এগিয়ে যাওয়া,

এক এক্কে এক, নামতা গাওয়া

দুইয়ে মিলে এক হওয়ার অংক

জীবনের অংক - Bangla Kobita 2021
জীবনের অংক - Bangla Kobita 2021

হাতে হাত রেখে চলতে চাওয়া

জীবন তো নাম এরই,

মাথার ঘামে গন্ধ কষ্টের

সোজা শিরদাঁড়া করছে শিরশির

মনের কথাই শুনছি সবে

মগজ ধোলাইয়ে স্তব্ধ শরীর

জীবন তো এরই নাম,


চুলের জট মাথার ভিতরে কেমনই বা বাসা বাঁধলো

চোখের শক্তি এলোমেলো হঠাৎ

আলোর বাতি জ্বালো

হারিয়ে যাওয়া নামতা'র বুলি

চোখের সামনে উঠুক ভেসে

কানের পর্দায় শৈশবের সুর

আবার আসুক জীবন্ত বেশে

জটিলতার বাঁধনে আসবে শিথিলতা

জীবন কিছুটা হবে সরল,

কিছুটা হলেও তো ভালো লাগবে আবার

থাকুক অতৃপ্ত.. অশান্ত বিধ্বংসী গরল,


অবুঝ মনের জালে আবদ্ধ

জীবিত আবার হওনা কেন

স্পর্শের কাতরতা তোমার মনে

কেন বিষাদ এত আনমনে

সোজাসাপ্টা অংক গুলো

একটুখানিই তো ভুল হচ্ছে, হোকনা একটু

শুধরে নিলেই তো শোধরানো হয়

জটিল অংকের অত কেন ভয়

জীবনটাকে দেখো, বোঝো, শেখো

শৈশবের সুরেই.. আজও আছে সুরেলা সেই অংক

জীবন আজও বিষাদ নয়,

জীবন তো.. এমনই হয়।

No comments

ONGOING BEST WRITINGS

আমি আছি তোমার পাশে -Ami achi tomar pashe -Poem of life

আমি আছি তোমার পাশে Poem of life অন্তরের উষ্কানিতে তুমি আমার আবরণ,  অন্যথায় ব্যাতিক্রমি জীবন মূল্যে আচ্ছাদিত পুরুষসিংহ ...  আমি...